বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, “জনগণের আস্থা অর্জনের মাধ্যমে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। আর এজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
জামায়াতে ইসলামী সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদের (টুকু) বক্তব্যের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, ইকবাল হাসান মাহমুদের বক্তব্য বা মতামত একান্তই তাঁর নিজস্ব।
চতুর্থ দফা অবরোধের প্রথম দিন আজ রোববার রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছেন বিএনপিসহ দলটির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা কোথাও কোথাও সংক্ষিপ্ত সমাবেশও করেন। বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।